বুধবার, ৩০ আগস্ট, ২০১৭

মোবাইল দিয়েই ১০০ mb এর বড় ফাইলকে ২০ mb করে নিন ভিডিও কোয়ালিটি ঠিক রেখেই।

আজ যে সফটওয়্যার টি নিয়ে কথা বলব সেটা একটি কনভার্টার। যেটি দিয়ে যেকোনো ভিডিও এর সাইজ কনভার্ট করে ৫ ভাগের ১ ভাগ করলেও ভিডিও কোয়ালিটি প্রায় একই থাকে। সামান্য একটু কমবেশি বোঝা যায়। আমিও এই রকম একটা এপ খুজেছি অনেক। সবাই বলে এইরকম এপ কম্পিউটার ভার্সন এর টার কথা। মোবাইল এর এইরকম এপ এর কথা কেউ বলতে পারে নি আমায়। পরে অনেক খুজে মোবাইল এর জন্য এরকম একটা এপ পেয়েছি। কারণ আমাদের সবার কিন্তু কম্পিউটার নেই। তাই এই এপ টা অনেকের জন্য জরুরী। বিশেষ করে আমরা যারা ইউটিউব এ কাজ করি তাদের জন্য ভাল একটা কনভার্টার এর প্রয়োজন। কারণ একটা ভিডিও রেকর্ড করলে দেখা যায় তার সাইজ অনেক বড় হয়েছে। অত বড় ফাইল ইউটিউব এ আপলোড করতে গেলে মেগাবাইট ও বেশি লাগে। এছাড়াও ওই ভিডিও যখন কেউ ভিউ করতে যায় তখন অনেক লোডিং নেয়। তাই প্রয়োজন ভাল একটা ভিডিও কনভার্টার যেটা দিয়ে কনভার্ট করলে ভিডিও রেজুলেশন প্রায় একই থাকে এবং মেগাবাইট কমে ৫ ভাগের ১ ভাগ হয়ে যায়। যেমন ৫০ মেগাবাইট এর একটি ভিডিও কনভার্ট করলে তা ১০ মেগাবাইট হবে। এই রকম সফটওয়্যার কম্পিউটার এর জন্য অনেক আছে কিন্তু মোবাইল এর জন্য অনেক খুজে এই সফটওয়্যার টি পেলাম। নিচের লিংক এ ক্লিক করে এপ টি নামিয়ে নিন।
প্লে-স্টোর লিংক
সেটিং টা ভাল ভাবে করবেন। এপ টা নামিয়ে ওপেন করুন তারপর নিচের মত দেখতে পাবেন এবং আপনার কাঙ্ক্ষিত ভিডিও টি নির্বাচণ করুন,





 সেটিং ভাল ভাবে দেখবেন….




এবার convert এ ক্লিক করুন।

YouTube Trending Keyword ইউজ করে হাজার হাজার View নিয়ে আসুন।

আজ আলোচনা করব ইউটিউবের Tranding Keyword অর্থাত কোন কোন কিওয়ার্ড গুলো ইউটিউবে মিলিয়ন মিলিয়ন সার্চ হয়। আর এই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করলে আপনার ভিডিও খুব তাড়াতাড়ি ইউটিউবের প্রথম পেইজে চলে আসবে এবং ভিউ বাড়বে।
প্রথমে আমার চ্যানেল
Mojar Trick তে সাবস্ক্রাইব করে রাখুন। (New Channel)কারন আমি নিয়মিতভাবে এখন থেকে আইটি ও ট্রিক বিষয়ক বিভিন্ন ভিডিও আপলোড করব ।
আমার চ্যানেলটি পেতে YouTube এ Mojar Trick লিখে সার্চ করুন এবং আমার চ্যানেল পেয়ে যাবেন।

আমরা যখন একটা ভিডিও তৈরী করি আর যখন আপলোড করি তখন ভিউ না থাকলে দেখা যায় মনটা খারাপ হয়ে যা। এত কষ্ট করে ভিডিও তৈরী করলাম কিন্তু কেন ভিউ নেই।
যখন একটা ভিডিও ভিউয়াররা দেখে তখন ভিডিওটির টাইটেল দেখে ভিডিওটি প্লে করে। টাইটেল দেখে যদি কি বিষয়ক ভিডিও তা বুঝা না যায় তাহলে কেউ আপনার ভিডিওটা দেখবে না। তাই টাইটেলটা একটা চিন্তা করে বসাতে হবে।
এবার আমি ইউটিউব এবং গুগুলে সবচেয়ে সার্চ হয় এমন কিছু টাইপের কিওয়ার্ড এর কথা বলব।

How to
How to দিয়ে যদি আপনি আপনার টাইটেল শুরু করেন বা আপনার টাইটেলে How to এই কিওয়ার্ড টা রাখেন তাহলে আপনার ভিডিওটায় ভিউ বাড়বে এবং রেঙ্ক হবে তারাতাড়ি। কারন how to এর Monthly Search Vol হাজার নয়, কয়েক লাখ।
যেমন : How to Make money online from Youtube, অথবা Download android apps how to download it.

Reviews :
আপনার ভিডিও টাইটেলে যদি Reviews কিওয়ার্ডটা থাকে তাহলে আপনার ভিডিও সার্চ এর অনেক ভাল ভিউ আসবে। কারন Reviews রিভিউ কিওয়ার্ডটার Monthly Search Vol লক্ষ লক্ষ।
যেমন : Microphone Reivews and buying Guidelines, Camera Reviews ইত্যাদি।
তবে Reviews কিওয়ার্ড টা তাদের জন্য সবচেয়ে বেশী উপকারে আসবে যারা বিভিন্ন প্রোডাক্ট রিভিউ নিয়ে ভিডিও তৈরী করেন।

Tutorial :
Tutorials এই কিওয়ার্ডটাতে অনেক বেশী সার্ছ। যারা বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে কাজ করেন তারা এই কিওয়ার্ডটা ইউজ করতে পারেন।
যেমন : Basic windows Installation
tutorial

Funny videos :
ফানি ভিডিও নিয়ে যারা কাজ করেন তারা এই কিওয়ার্ডটা ইউজ করতে পারেন। কারন Funny videos এই কিওয়ার্ডটার সার্চ ভলিয়ম লক্ষ লক্ষ। আপনার টাইটেলে যদি Funny videos কিওয়ার্ডটা এড করতে পারেন।
যেমন : University students bangle
funny videos

সবশেষে একটা কথা বলব আপনি ভিডিও টপিক এর সাথে মিল রেখে টাইটেল ইউজ করবেন। কখনও আজেবাজে টাইটেল ইউজ করবেন না। আর ভিডিওর সাথে মিল না রেখে যদি টাইটেল ইউজ করে তাহলে আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভবনা আছে।

রবিতে ফ্রি ১০০ মেগাবাইট নিয়ে নিন

আশা করি সবাই ভালো আছেন।

আমি প্রমান জন্য Sshot পোস্ট করলাম।

আমি ফ্রি মেগাবাইট আফার টা করে ১০০এম্বি ফ্রি পেয়েছি
আপনাদের মাঝে শেয়ার করলাম
আমি এম্বি ব্যবহার করেছি
Dial: *21291*32#
Miyad:2 Din
বিসাস না হলে sshot দেকেন।






সকল সিমের ফ্রি নেট টিপ্স ও ট্রিক পেতে ভিজিট করুন

 bdtipstk.bloogspot.com

আর নয় ভিডিও দেখা/আর নয় অ্যাপ ডাউনলোড করা এবার অ্যাপ কে হ্যাক করে নিয়ে নিন অনেক টাকা

আসালামুআলাইকুম

 সবাইকে জানাই ঈদ মোবারক

বন্ধুরা কেমন আছেন? আশা করি না যে সবাই ভাল আছেন কারন কারো কারো অসুবিধাও থাকতে পারে।
যা নিয়ে পোস্ট করেছি তা হলো যে Earning অ্যাপ হ্যাকিং করে টাকা তুলবেন বিকাশ এ
:
আর একটা কথা বলি যে কাজ করবেন সে পোস্টা পুরোপুরি সব পোস্ট পড়ে কাজ লাগবেন। বেশি মাতাব্বরি করলে তার ফল জানেন ই তো কেমন হয়।


বিদ্রঃ এইটা সম্পুর্ন হ্যাকিং নাহ। আর কোন অ্যাপ হ্যাক করা এতো সহজ না।
আমরা হ্যাকিং System এ

Reffarel এর অপব্যাবহার করে পয়েন্ট বারাবো এবং সেই পয়েন্ট দিয়ে টাকা বিকাশে নিবো।
:
আমাদের ৩ টি অ্যাপ লাগবে
১.যে অ্যাপ হ্যাক করবো সেই অ্যাপ লাগবে।
২.যেই অ্যাপ দিয়ে Earning অ্যাপ হ্যাক করবো।

একটি ভাল VPN (ভিপিএন)

______________________________________
নিচে থেকে অ্যাপ ৩ টা নামিয়ে নিন।

Earning App “Cash Mania’ Play Store


Super Clone


Fly Vpn Pro


:
আমরা যেই Earning অ্যাপ হ্যাক করবো সেই অ্যাপ এর নামঃ Cash Mania

______________________________________
আপনারা প্রথমে একটা অরিজিনাল একাউন্ট খুলে নিবেন সব সঠিক মতো ইমেইল নাম পাসওয়ার্ড …আর হ্যা আপনারাদের অরিজিনাল একাউন্ট এর রেফার কোড টা কপি করে নিবেন। আপনারা প্রথম একাউন্ট খোলার সময় আমার রেফার কোড টা দিয়েন MY Refer Code: g3bZNo
তো চলুন অ্যাপ এর কাজ গুলা দেখি।

ধাপঃ

আমরা প্রথমত VPN Connected করে নিবো
দেশ যে কোন আর প্রতি একাউন্ট করার পর VPN এর দেশ চেন্জ করবো…


 তারপর এখন Super Clone এই অ্যাপ এ যাবো গিয়ে প্লাস চিন্হ + ক্লিক করবেন।



এখন Cash mania অ্যাপ সিলেক্ট করুন।

এখন ৫/১০ সেকেন্ড অপেক্ষা করুন 
৫/১০ সেকেন্ড অপেক্ষা করার পর এমন আসবে এখন Start এ ক্লিক করুন৫/১০ সেকেন্ড অপেক্ষা করার পর এমন আসবে এখন Start এ ক্লিক করুন
এখন নিচের মতো একটা পেজ আসবে এখানে Skip করুন

 এখন Sign Up এ ক্লিক করুন

 নিচের মতো করে সব বক্স পুরন করুন


 ভয় পাবেন না এখানে রেজিস্টার করলে মেইল কন্ফার্ম করা লাগেনা।
______________________________________
রেজিস্টার হয়ে গেলে এমন একটা পেজ আসবে তখন Refer & Earn এ ক্লিক করবেন।

 এখন ফাকা বক্সে আপনার অরিজিনাল Account এর রেফার কোড দিয়ে Get Points এ চাপুন


সাথে সাথেই পেয়ে জাবেন ৫০০ পয়েন্ট আপনার অরিজিনাল Account এ
এই ভাবে প্রতিবার Account খোলার পর Super Cloner অ্যাপ এর ডাটা ক্লিয়ার করবেন।
______________________________________
বিদ্রঃ যখন একটা করে Account খুলবেন তারপর Super Cloner অ্যাপ ডাটা ক্লিয়ার করবেন। Vpn এর দেশ চেন্জ করবেন।
এবং আগের অনুযায়ি কাজ করবেন।
এবং প্রতিবার New Account খোলার সময় ডাটা কানেক্শন Off/On করবেন।
কারন আমরা রেফারেল এর দুরব্যাবহার করেছি। আর Data Connection> Off/On করার কারন আমাদের আইপি চেন্জ করা মনে রাখবেন ডাটা Off/on করলেই মোবাইল এর IP অটোমেটিক Change হয়ে যায়।

______________________________________
বন্ধুরা হয়তো ভাবছেন যে এতো কিছু করার কি দরকার? আমি বলছি যদি এক মোবাইল/আইপি দিয়ে একাউন্ট তৈরী করেন তাহলে App Manager সব টের পেয়ে যাবে যে আপনি একই ফোনন/আইপি দিয়ে অতিরিক্ত একাউন্ট খুলে Reffarel এর অপ ব্যাবহার করেছেন। যদি টের পায় তাহলে Withdraw করলেও আর টাকা পাবেন না। উল্টে আপনার। Account টি আরো ডিলিট করে দিবে।
______________________________________
আপনারা এই ভাবেই কাজ করুন ১০ মিনিট এই অনেক টাকা ইনকাম করতে পারবেন.
বিদ্রঃ কেউ পেপাল এ টাকা Withdraw দিয়েন না। সবাই Bitcoin এ Withdraw দিয়ে এতে টাকা না পাওয়ার কোন ভয় নাই।
:
টাকা তুলতে পারবেন নিচের অনুযায়ি পয়েন্ট হলেই।
:
Paypal: 1000 Points মাত্র ২ টা Acc তৈরী করেই 1000 Points পাবেন।

Bitcoin: 10,000 points মাত্র কয়টা Account এর ব্যাপার।

 যদি ১০০০ পয়েন্ট এ ১ ডলার হয় তাহলে হিসাব করে দেখুন ১০,০০০ হাজার পয়েন্ট 10$ ডলার হয়…১$=৮০৳ টাকা। তাহলে ১০$=৮০০৳ টাকা
______________________________________
আর যখন Withdraw দিবেন তখন Reedem লেখায় ক্লিক করে Bitcoin সিলেক্ট করে আপনার Bitcoin Address দিয়ে Ok ক্লিক করুন।


 ধন্যবাদ…………

 

মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭

এবার নিজের ফেসবুকে সাইট প্রোমোট করান

ই-কমার্স সাইটের জন্যে সবচেয়ে ভালো প্রচারণার মাধ্যম হচ্ছে ফেসবুক । ফেসবুকের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টসহ ই-কমার্স সাইটের বিজ্ঞাপন আপনার কোম্পানির নিজস্ব ফেসবুক পেজ থেকে দিতে পারেন । কিন্তু বর্তমান সময়ে আপনি প্রোডাক্ট রিভিউসহ যদি আপনার প্রোডাক্ট এর ছবি আপনার কোম্পানি ফেসবুক পেজ থেকে বুস্টপোস্ট করেন তবে তা অনেক কার্যকরী প্রচারণা হবে এবং আপনি সহজে আপনার প্রোডাক্ট এর পরিচয় ও কোম্পানির পরিচয় অনেক মানুষের কাছে পৌঁছিয়ে দিতে পারবেন । যা ব্যবসার জন্যে নতুন দিগন্তের সূচনা করবে ।
এখন প্রশ্ন হল কিভাবে ফেসবুক পেজে আপনিবুস্ট পোস্ট করবেন ।
১। প্রথমে সুন্দর একটি প্রোডাক্ট এর ছবি দিন ,ছবি নজর কাড়ার মতন উপস্থাপন করতে হবে এবং সাথে সুন্দর করে আকর্ষণীয়ভাবে প্রোডাক্ট রিভিউ দেন ।
এবার পোস্ট দিন , আপনার পেজ থেকে পোস্ট দেয়ার পরে দেখবেন বুস্ট নামক লেখা থাকবে পোস্টের নিচে ডানে । তাতে ক্লিক দিন ।
এখন কতজন মানুষের কাছে আপনার পোস্টটি পাঠাতে চান , সে হিসেবে আপনাকে বাজেট কত ডলার তা নির্ধারণ করে দিতে হবে । ইউএস ডলারে পেমেন্ট করতে চাইলে তা নির্ধারণ করে দিতে হবে ।
কতদিনের জন্যে বুস্ট পোস্ট তা নির্ধারণ করে দিবেন । একদিনের জন্যে হলে একদিন , এভাবে যতদিনের জন্যে করতে চান ততদিন নির্ধারণ করতে হবে ।
১ ।
২।
৩।কোন দেশের জন্যে আপনার পোস্টের বিজ্ঞাপন দিতে চান তা নির্ধারণ করে দিন এডিট অডিয়েন্স অপশনে গিয়ে করুন । শুধু বাংলাদেশহলে বাংলাদেশ , আর ও বেশি দেশের নাম দিতে চাইলে সেইসব দেশের নাম লিখুন । কত বছর বয়সীদের কাছে আপনি পোস্টটি পৌঁছাতে চাচ্ছেন তা নির্দিষ্ট করে দিন এবং সেভ দিন।
৪।  পেমেন্ট মেথড কি হবে ঠিক করুন । ক্রেডিট/ ডেবিট কার্ড অথবা পেপ্যাল ।

৫। বিভিন্ন দেশের পেমেন্ট সিস্টেম থেকে আপনার প্রয়োজন মতন দেশেরটি নির্ধারণ করুন ।
সবাইকে শুভেচ্ছা
ভালো থাকবেন

[Tips] যেনে নিন আপনার ফোন Slow হয়ে যাওয়ার ৫ টি কারণ

শখ করে অনেক দাম দিয়ে নামিদামি ব্র্যান্ডের স্মার্টফোন কিনেছেন, তারপরও কয়েকদিন ব্যবহারেরই স্লো! এই ফোন নিয়ে আপনার বিরক্তির শেষ নেই কিন্তু তার চেয়ে মন খারাপই বেশি। এক আধবার এটাকে নিয়ে হয়তো দৌঁড়েছেন কাস্টমার কেয়ারে, কিন্তু ফোন কিনে যদি দিনের পর দিন কাস্টমার কেয়ারেই ফেলে রাখতে হয় তাহলে দামি ফোন কিনে লাভটা কী হলো! ভাবছেন, ফোনের এতো শত বিজ্ঞাপন, আসলে সব ভুয়া? সমস্যাটা হতে পারে আপনার ফোন ব্যবহারের ত্রুটির কারণেও। তাই জেনে নিন দৈনন্দিন আপনার কোন অভ্যাসগুলোর প্রভাবে স্মার্টফোন স্লো হয়ে যাচ্ছে।
১. অনেকেই মোবাইলের মেমরি ফুল না হয়ে যাওয়া পর্যন্ত এক্সটার্নাল মেমরি কার্ড ব্যবহার করেন না। এতে করে মোবাইলের পারফরম্যান্সের ওপর প্রভাব পড়ে। ইন্টারনাল মেমরিতে খালি জায়গা যতো কমতে তাকবে, মোবাইলও ততোই স্লো হতে থাকবে। তাই মেমোরি কার্ড ব্যবহার করা উচিৎ শুরু থেকেই।
২. অনেকেই প্রয়োজন ছাড়া দীর্ঘদিন পর্যন্ত ফোন শাট ডাউন বা রিবুট করেন না। কিন্তু ফোনের ক্যাশ ক্লিয়ারের জন্য সপ্তাহে অন্তত একদিন ফোন শাট ডাউন অথবা রিবুট করা উচিত।
৩. পানি লাগলে ফোনের ক্ষতি হয় এটা জেনেও অনেকেই অনেক সময় ভেজা হাতে ফোন ব্যবহার করেন। এতে করে ফোনের মারাত্মক ক্ষতি হতে পারে। বিশেষ করে ফোনে হোমবাটনে কখনই পানির স্পর্শ লাগতে দেওয়া উযচিৎ নয়।
৪. যেকোন অ্যাপ ইন্সটল করার আগে সর্তক থাকুন। এটি আপনার ফোনে ভাইরাস আক্রমণের কারণ হতে পারে। ফোনে একবার ভাইরাস প্রবেশ করলে মহাবিপদে পড়বেন।
৫. অনেক সময় যেসব সফটওয়ার ইনস্টল করার অনুমতি দেওয়া হয় না, জোর করে অনেকেই সেসব সফটওয়ার স্মার্টফোনে ইনস্টল করার চেষ্টা করেন। এতে করে ফোনের মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে।

[Mega Post] জিপি সিমে ফ্রি নেট ব্যবহার করুন… ইজিনেট ছাড়া।

হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালআছেন ট্রিক বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ।
আজ আবারো আপনাদের জন্য নিয়ে আসলাম
জিপি ফ্রী নেট।
প্রথমে এই লিংক থেকে সফটওয়ার টি ডাওনলোড করুন droid vpn
তারপর নিচের স্ক্রিনশট এর মত কাজ করে নিন।
১:এখানে
২:তারপর এখানে প্রথম সার্ভারটি সিলেক্ট করুন

৩:তারপর সেটিংস এযান।



 ৪:তারপর এখানে যান

 ৫:এখানে ৫০০০ দিন।
 ৬: তারপর
৭ঃতারপর।
৮:তারপর।

৯:তারপর।
১০: তারপর।
 কাজ শেষ এবার হুমে আসুন তারপর কানেক্ট দিন।

সোমবার, ২৮ আগস্ট, ২০১৭

দেখুন হাদীছের ভাষায় আমাদের মাঝে উত্তম কারা

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামুআলাইকুম। আমি
ovi khan
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
ধন্যবাদ AH Pollob ভাইকে এতো সুন্দর একটা পোস্ট উপহার দেওয়ার জন্য,,,
হাদীছের ভাষায় আমাদের মাঝে উত্তম কারা?
————— ——————
:
তোমাদের মাঝে সর্বোত্ত, যে নিজে কুরআন
শিক্ষা করে ও অন্যকে শেখায়। [সহীহ বুখারী
হা/৫০২৭]
—————————
তোমাদের মাঝে উত্তম, যার চরিত্র সবচেয়ে
ভালো। [সহীহ বুখারী হা/৬০৩৫]
—————————
তোমাদের মাঝে উত্তম, যে মানুষকে খাদ্য দান
করে এবং সালামের জবাব দেয়। [সহীহুল জামে
হা/৩৩১৮]
—————————
তোমাদের মাঝে উত্তম, যার বয়স বেশী
হয়েছে এবং আমল সুন্দর হয়েছে। [সহীহুল
জামে হা/৩২৯৭]
—————————
তোমাদের মাঝে উত্তম, যে মানুষের বেশী
উপকার করে। [সহীহুল জামে হা/৩২৮৯]
—————————
তোমাদের মাঝে উত্তম, যার নিকট থেকে কল্যাণ
আশা করা যায়, এবং তার অনিষ্ট থেকে নিরাপদ থাকা যায়।
[সহীহুল জামে হা/২২৬৩]

[Eid Special] নিজেই Gif বানিয়ে এই ঈদ এ Wish করুন

আসসালামুয়াল­াইকুম বন্ধুরা,
.
আশা করি সবাই ভালো আছেন কারন bdTricktk এর সাথে যারা আছে তারা সব সময় ভালোই থাকে,

Gf বা Friends দের Wish করুন ঈদ এ
নিজেই Gif বানিয়ে।

Apps Link
ওপেন করুন নামিয়ে



তার পর যেই পিক গুলা দিয়ে Gif বানাবেন সিলেক্ট করুন।




 নোট: যারা না বুজবেন কমেন্ট করুন অ্যান্ড কোন সমস্যা হলে কমেন্ট করুন।

রবিতে দারুন অফার মাত্র 37 টাকায় নিয়ে নিন 1 জিবি ইন্টারনেট অফারটি সবাই পাবেন

হ্যালো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে রবির অফার আপনি মাত্র 37 টাকায় পেতে পারেন ওয়ান জিবি ইন্টারনেট অফারটির মেয়াদ মাত্র একদিন হলেও স্পিড পাবেন অনেক অফারটি পেতে ডায়াল করুন *123*037# এমবি চেক করতে ডায়াল করুন *8444*88# অফার টা সবাই পাবেন ইনশাল্লাহ

11 টি নতুন কিছু Seo কৌশল জেনে নিন কাজে লাগবে

সার্চ ইঞ্জিন প্রতিনিয়ত আপডেট হচ্ছে তাই মার্কেটারদের এর সাথে চলতে হলে অবশ্যই তাদের দক্ষতা বাড়াতে হবে। রিপোর্ট অনুযায়ী লিঙ্ক সার্চ করে ব্যবহার কারীর ক্লিকের ৭০% আসে SEO থেকে! আবার, inbound leads (SEO) এর খরচ outbound leads (বিজ্ঞাপন) থেকে ৬১% কম।
এখন আপনি বুঝতে পারছেন SEO হলো সাফল্যের চাবি, এখানে ১১ টি SEO কৌশল দেয়া হলো যা আপনাকে ২০১৫ তে অবশ্যই জানতে হবে।
১। অবিশ্বাস্য কন্টেন্ট তৈরি করতে হবে যা লিঙ্ক অর্জন করবেঃ সার্চ ইঞ্জিন এলগরিদমের সাথে সব কিছু পরিবর্তনের পরও সার্চ ইঞ্জিনের সাথে সব চেয়ে বড় প্রভাব রয়েছে ইনবাউন্ড SEO লিঙ্কে। অপরদিকে লিঙ্ক অর্জনের অন্য পদ্ধতিগুলো পরিবর্তিত হয়েছে। কোন উঁচু মানের প্রাসঙ্গিক ওয়েব সাইট থেকে লিঙ্ক পাওয়া শুধু আপনার SEO এর সাহায্যে সম্ভব হবেনা। এর সাথে দরকার হবে রেফারেল ট্রাফিক, যা আরো বেশি বিক্রি ও ব্র্যান্ড এর পরিচিতি বাড়াবে।
অবিশ্বাস্য কন্টেন্ট তৈরি যা মানুষ শেয়ার করতে চাইবে তা এখনও লিঙ্ক আয়ের প্রধান উপায় আছে।
২। Co-Citation লিঙ্কঃ প্রতিবার সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইট কে আপনার প্রতদ্ধন্ধির পরেই পায়। এটা তাদের বলে যে আপয়ান্র কোম্পানি একই কুলঙ্গি বা বিষয়ের উপর। Co-Citation লিঙ্ক পেতে হলে “best” অথবা “top 10” দিয়ে আপনার সাইটের বিষয়ের উপর সার্চ করুন।
যেমনঃ টপ টেন ব্লু উইজেড আপনি যদি এই সার্চ করেন আর রিজাল্টে আপনার ব্যবসা না পান তাহলে পাবলিশারের সাথে যোগাযোগ করুন, এবং লিস্টে আপনার কোনপানি কে যোগ করার জন্য বলুন, কেন এবং কোথায় আপনার কোম্পানি এখানে যোগ হবে তার জন্য তৈরি হোন। কোন লিঙ্কের সাথে যেতে হলে তাদেরকে সারমর্ম দিন।
৩। এডিটোরিয়াল লিঙ্কঃ এডিটোরিয়াল লিঙ্ক গুলো আপনার SEO এর জন্য অনেক শক্তিশালি হয়ে আসে কারণ এগুলো অন্য পাবলিকেশন থেকে আপনার কোম্পানি উল্লেখ করে আপনার সাইটের বিষয়ের ভিত্তিতে আসে। তারা আবার লীডারশিপ গেস্ট পোস্ট থেকেও আসতে পারে, যা আপনি লিখে কোন তৃতীয় পক্ষের সাইটে পাবলিশ করেন।
এডিটোরিয়াল লিঙ্ক পাওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হলো এমন সব উন্নতমানের কন্টেন্ট তৈরি করা যা অন্যরা তাদের পাঠকের সাথে শেয়ার করবে। অন্য উপায় হলো উচুমানের আকারে গেস্ট পোস্ট করা আপনার সাইটের বিষয়ের উপর। অবিশ্বাস্য কন্টেন্ট তৈরি করতে প্রস্তুত হোন যা কঠিণভাবে পাবলিশের পূর্বে ভোট পরীক্ষিত হবে।
ইন্টারভিউ হলো এডিটোরিয়াল লিঙ্ক পাওয়ার আরেকটি পদ্ধতি।
৪। ব্রোকেন লিঙ্ক বিল্ডিং পদ্ধতিঃ এখানে আরেকটি হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডীং পদ্ধতি যা অনেক কার্যকরি হয়। এখানে আপনি আসলে পাবলিশারকে সাহায্য করছেন ব্রোকেন লিঙ্ক তৈরি করাতে, যা তাদের পাঠকের জন্য সাহায্যকারী হবে। এখানে তখনই কাজ হবে যখন আপনার কন্টেন্ট হারিয়ে যাওয়া কন্টেন্ট থেকেও অনেক শক্তিশালি হবে।
এই কাজের জন্য কোন সাইটের এমন ব্রোকেন লিঙ্ক খুজে বের করতে হবে যা আপনার সাইটের বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। এরপর আপনি ব্রোকেন লিঙ্ক নিয়ে ওয়েবমাস্টারের সাথে যোগাযোগ করে সুপারিশ করবেন যে আপনার সাইট বিকল্প এই ব্রোকেন লিঙ্ক এর। আরো জানতে মজ ব্লগ থেকে broken link-building Bible পড়ুন।
৫। Link Reclamation এটি আপনাকে ব্রোকেন লিঙ্ক খুজে বের করে ফ্রেশ লিঙ্ক পেতে সাহায্য করবে এবং পাবলিশারকে দিয়ে এগুলো সমাধান করাবে।
উদাহরণঃ আপনার সাইট সম্পর্কে উল্লেখ করা ব্র্যান্ড খুজে বের করুন, এবং পাবলিশারকে লিঙ্ক যোগ করতে বলুন।
এমন জায়গা খুজে বের করুন যেখানে আপনার কন্টেন্ট এট্রিবিউশন ছাড়া ব্যবহার করা হয়েছে, এবং সেই ব্যাক্তির নিকট লিঙ্ক রিকুয়েস্ট করুন।
একে স্বয়ংক্রিয় করতে আপনি Google Alert চালু করতে পারেন, যখনই আপনার কোম্পানি নাম উল্লেখ করবে তা ইমেইল করে জানানোর জন্য। এর পর আপনি চেক করে দেখতে পারেন তারা আপনার সাইটের সাথে লিঙ্ক দিয়েছে কি না।
৬। লিঙ্ক আউটরিচঃ এটি অনেকটা “old school” এর মত কিন্তু এখনো অনেক শক্তিশালি। এটি করতে এমন ওয়েবসাইট বের করুন যা আপনার ওয়েবসাইটের সাথে প্রাসঙ্গিক, এবং তাদের সাইট থেকে তাদের যোগাযোগ এর তথ্য সংগ্রহ করুন। তাদেরকে কল করুন বা ইমেইল করে ভদ্রভাবে লিঙ্ক এর জন্য বলুন। এটা ভালো কাজ করে যদি তাদের ব্যবসা আপনার ব্যবসা থেকে কিছুটা আলাদা হয় কিন্তু একই পাঠক শেয়ার করা যায়।
৭। প্রতিদ্বন্ধি বিশ্লেষণ করাঃ এটা নতুন কিছু নয়। কোম্পানিরা তাদের প্রতিদ্বন্ধির ওয়েবসাইট অনেক বছর থেকে গবেষণা করে আসছে। অধিকন্তু প্রতিদ্বন্ধির সাইটের ব্যাকলিঙ্ক এবং ম্যানুয়ালি রিভিউ করা যেসব লিঙ্ক রাখা অনেক মূল্যবান। এরপর আপনি লিঙ্ক আউটরিচ করতে পারেন একই সাইট থেকে লিঙ্ক পাওয়ার চেষ্টা করতে পারেন।
৮। কী-ওয়ার্ড রেঙ্কিং এর পরিবর্তে ROI এ মনযোগ দেয়া যদিও আমরা সবাই সার্চ রিজাল্ট রেঙ্কিং এ কী-ওয়ার্ড এর ফল উপভোগ করি এর দ্বারা এটা প্রমাণ হয়না যে আপনার SEO সফল হয়ে গেছে। অনেক কী-ওয়ার্ডের জন্য এটা সম্ভব কোন ROI না থাকা সত্ত্বেও নাম্বার এক এ যাওয়া। আপনাকে সেই মেট্রিক্স এ মনযোগ দিতে হবে যা কনভার্সেষন আনে।
৯। একটি SEO কৌশল তৈরি করুন যা শ্রোতাকে ম্যাপ করবেঃ গত কয়েক বছর ধরে আমরা গুগল এনালিটিক ও অন্যান্য টুল থেকে অধিকাংশ কীওয়ার্ড হারিয়ে ফেলেছি। এর জন্য জরুরী হয়ে পড়েছে SEO এর পুরণো সিস্টেম থেকে বেরিয়ে এসে শ্রোতাকে আকর্ষিত করার নতুন পদ্ধতি বের করা।
এর জন্য আমাদের অবশ্যই নতুন কী-ওয়ার্ডে মনযোগী হতে হবে। নতুন পদ্ধতিতে মার্কেটারদের প্রতিবেশি করা, এবং বের করা কোথায় SEO দিয়ে আমাদের মার্কেটিং সফল হচ্ছে এবং কীভাবে একে আরো ভালো করে তোলা যায়।
বাজে কন্টেন্টে কী-ওয়ার্ডের গাদাগাদি করে একে রেঙ্কে রাখার দিন অনেক আগেই ফুরিয়েছে। এখন আপনার কন্টেন্ট এর জন্য জরুরী এর টার্গেট করা ব্যাক্তিরা, কীওয়ার্ড হতে হবে কন্টেন্টের সাথে প্রাসঙ্গিক। এজন্যই বলা হয় কন্টেন্ট ও SEO একে অন্যের সাথে বাঁধা।
১০। Yahoo, Bing ও অন্যান্যের জন্য অপটিমাইজ করা Yahoo, Bing, এবং DuckDuckGo এর মত সার্চ ইঞ্জিনরা কম কম করে গুগলের অনেক বড় টুকরো ২০১৬ তে নিয়ে নিতে পারে। Yahoo হলো ফায়ারফক্সের ডিফল্ট সার্চ ইঞ্জিন, Safari গুগলের সাথে ডিল করে যা মনে করা হচ্ছে ২০১৬ তে শেষ হয়ে যাবে। এবং ইয়াহু ও বিং চাচ্ছে এখানে ডিফল্ট সার্চ ইঞ্জিন হওয়ার জন্য।
যেহেতু অন্যান্য সার্চ ইঞ্জিন গুগলের পরিবর্তে ডিফল্ট হয়ে যাচ্ছে তাই সেইসব সার্চ ইঞ্জিনের জন্যও অপটিমাইজ করা বুদ্ধিমানের কাজ হবে।
১১। মোবাইল SEO মোবাইল প্রতি বছর আরো বেশি জনপ্রিয় হয়ে উঠছে, ২০১৬ বা এর পরে অবশ্যই প্রতিটি ওয়েবসাইটের মোবাইলের জন্য আলাদা কৌশল থাকতে হবে।
মোবাইল হতে হবে ২০১৬ এর SEO পরিকল্পনার এর সিংহঅংশ। তবে আপনাকে সতর্ক হতে হবে যেহেতু কনফিগারেশন এরর এর জন্য ৬৮ ভাগ ট্রাফিক লস হয়।
উপসংহারঃ SEO কৌশল তৈরি আপনার কোম্পনি ও ব্র্যান্ডকে সার্চ ইঞ্জিনে উন্নতি দিতে পারে, কেন আপনার ROI আজই উন্নত করছেন না?

কিভাবে Samsung Mobile দোকানে না গিয়ে নিজে Flash করবেন।

আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আমার পোষ্ট নিয়ে হাজির হলাম।
আজকে আমি আপনাদের বলবো কিভাবে পিসির মাধ্যমে স্যামসাং মোবাইল ফ্ল্যাশ বা আপডেট দিবেন।
আমি বেশি স্ক্রিনশট দিয়ে আপনাদের বুঝানোর চেষ্টা করবো। আমি কোন ভিডিও দিবো না।

আগে জেনে নিন ফ্ল্যাশ কি এবং কেন দিবেন?


ফ্ল্যাশ হলো পুরোপুরি ফ্যাক্টরি রিসেটের মতই তবে এটি অন্যধরনের ও শক্তিশালী। ফ্যাক্টরি রিসেট করলে অনেক কিছু নাও যেতে পারে। তবে ফ্ল্যাশ সব সফটওয়্যারিক সমস্যা দূর করা যায়। আমরা ফ্যাক্টরি রিসেট দেই যাতে মোবাইলের কোন সমস্যা দূর করার জন্য আর ফ্ল্যাশও সমস্যা দূর করার জন্যই দেওয়া হয়।


আরেকটি কথা হলো ফ্ল্যাস Update করার জন্যও করা হয়ে থাকতে পারে, যদি নতুন কোন ভার্সন বের হয়ে থাকে। আর বিশেষ করে কেউ যদি মোবাইলে কাস্টম রম ইন্সটল করে থাকে সেক্ষেত্রে যদি আগের বা মূল অপারেটিং সিস্টেমে ফিরতে চায় তাহলে ফ্ল্যাশ দিতে হয়।


অনেকে আবার মোবাইল Root করে বিভিন্ন এপস হ্যাক করার জন্য বা ডিভাইস মডিফাই করার জন্য। রুট করলে স্যামসাংয়ের ডিভাইস স্ট্যাটাস Official থেকে Custom হয়ে যায়। Custom মানে হলো আপনি 3rd Party এর কোন এ্যাপের দ্বারা ডিভাইস মডিফাই করার চেষ্টা করেছেন। আর এটি থাকলে Device Status এ Custom লেখা থাকবে। এবং আপনি আনরুট করলেও রুট পুরোপুরি মুছে যায় না। এর কিছু ফাইল মোবাইলে জমা থাকে। যার কারণে Device Status এ Custom লেখা থেকে যাবে। আর Custom থাকলে প্রধাণ সমস্যা হলো আপনি ডিভাইসের সেটিংসে ঢুকে Software Update দিতে পারবেন না। যেটি হ্যান্ডসেটের সিকিউরিটির জন্য খুবি গুরুত্বপূর্ণ।


আরেকটি কারণ হলো মোবালে যদি সফটওয়্যারিক কোন সমস্যা যেমন, স্যামসাং লগো আসার পর আর কোন কিছু আসছে না, তারপর হলো বিভিন্ন এপস থেকে বারবার Force Stop দেখাচ্ছে বা Crash করছে।

হ্যাং করছে, কোন কিছু ভালো করে কাজ করছে না। সেক্ষেত্রে আপনাকে ফ্ল্যাশ করতে হবে।-(তবে এ ক্ষেত্রে মোবাইল টি রিসেট দিলেও ঠিক হতে পারে।) আবার অনেকাংশে না হতে পারে মোবাইল মডিফাই হওয়ার জন্য।

যদি মোবাইলের কোন কিছু করাপ্টেড হয়ে যায় বা Bugs থেকে সমস্যা হয় তাহলে ফ্ল্যাশ দিতে হয়।


আর কথা না বাড়িয়ে কাজে চলে যাই। মোবাইল ফ্ল্যাশ দিতে আমাদের ৩টি সফটওয়্যারের প্রয়োজন হবে। সে গুলো নিচ থেকে ডাউনলোড করুনঃ
1. Samsung USB Driver. Download From Here

2. Odin.(স্যামসাং ফ্ল্যাশ টুল).
Download From Here

3.Firmware. (স্যামসাং অপারেটিং সিস্টেম ফাইল) বিস্তারিত নিচে দেখুন এবং ডাউনলোড লিঙ্ক আছে।


What Is Firmware?


ফার্মওয়্যার হলো মোবাইলের স্টক অপারেটিং সিস্টেম। এটি মোবাইল ভেদে বিভিন্ন ধরনের হয়ে থাকে। এটি পিসির উইন্ডোজের মত না যে, এক ডিস্ক বা ফাইল দিয়ে সব পিসিতে দেওয়া যায়। তাই বিভিন্ন মোবাইলের ফার্মওয়্যার আলাদা আলাদা হয়ে থাকে। আপনি নিচের লিঙ্ক থেকে স্যামসাংয়ের মডেল দেখে ফার্মওয়্যার ডাউনলোড করুন।

1. SamMobile Click The Link

SamMobile হলো স্যামসাংয়ের অফিশিয়াল ফার্মওয়্যার ডাউনলোড সাইট। SamMobile এর বর্তমানে ফ্রী ডাউনলোডের স্পীড বেশি ভালো না। তারা আপনাকে ১৫ KB/ps এর মত স্পীড দিবে। যা আপনার জন্য অনেক সময়ের ব্যাপার এবং কষ্টসাধ্য।

তাই আমি আপনাদের আরেকটি সাইটের লিঙ্ক দিবো যা দিয়ে ফুল স্পীডে ডাউনলোড করতে পারবেন। নিচের লিঙ্কে প্রবেশ করুন।

2. Updato Click The Link

এখান থেকে টিউটোরিয়াল শুরু করা হলো। আগে আমি ফ্ল্যাশ সমন্ধে কিছু Basic ধারণা আপনাদের দিলাম।



বি:দ্র:স্ক্রীনশট এবং ডিভাইসের চিত্র আলাদা হতে পারে। শুধু আপনাদের বেসিক ভাবে কিভাবে ফ্ল্যাশ দিতে হয় তা দেখানো হবে। নিচের সব গুলো স্ট্যাপ লক্ষ্য করুন তাহলেই আপনি সফল ভাবে আপডেট বা ফ্ল্যাশ দিতে পারবেন।


১. প্রথমে আপনি Updato তে যান এবং আপনার ডিভাইসের মডেল নাম্বার ইনপুট করুন।

অনলাইনে টিভি দেখুন কোনো এপ ছাড়া. ২জি তেও ক্লিয়ার চলে

হাই বন্ধুরা, কেমন আছেন??? আশা করি ভালো। আজ আপনাদের সামনে নিয়ে আসলাম অন্যপ্রকার একটা জিনিস।
কোনো প্রকার এপ ছাড়াই টিভি দেখুন মোবাইলে। 3G, 2G উভয় নেটওয়ার্ক এ স্পষ্ট চলবে এই অনলাইন টিভি। এর জন্য একটি ওয়াবসাইটে যেতে হবে। নিচে স্ক্রিনশটসহ দেখুন, প্রথমেই যেতে হবে এই ওয়েবসাইটে
.
.
website= tvlover.tk
.
.
যেকোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন, তবে অপেরা মিনি ভালো হয়।
. তারপর স্ক্রিনশট দেখুন


আপনার অ্যান্ড্রয়েড ফোনের গতিকে দ্বিগুণ করুন

আস-সালামুয়ালাইকুম,
কেমন আছেন সবাই

গুগল I/O ২০১৪ ডেভেলপার কনফারেন্সে অ্যান্ড্রয়েডের পরবর্তী মেজর আপডেট ঘোষণা করে। আপডেটেড সংস্করণে (কোড নেম: অ্যান্ড্রয়েড L) থাকছে উন্নত নোটিফিকেশন সিস্টেম, আপডেটেড ইউজার ইন্টারফেস এবং নতুন ব্যাটারি সেভিং মোড। সবচেয়ে বড় কথা এতে ব্যবহার করা হবে ART রানটাইম যা অ্যাপ্লিকেশনের পারফরম্যান্স বাড়িয়ে দিবে দ্বিগুণ।
index আপনার অ্যান্ড্রয়েড ফোনের গতিকে দ্বিগুণ করুন
আপনারা হয়তো মনে করেন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা মনে করছেন বহুল প্রতীক্ষিত ART রানটাইম পেতে তার অ্যান্ড্রয়েড এল প্রয়োজন হবে। ধারণাটি ভুল। গুগল তাদের ART প্রযুক্তি সর্বপ্রথম চালু করে ২০১৩ সালে। নেক্সাস ৫ সর্বপ্রথম ডিভাইস যাতে ART ব্যবহার করা হয়, তবে অপারেটিং সিস্টেম ছিলো কিটক্যাট ৪.৪। যার মানে হচ্ছে ART সুবিধা পেতে আপনার কিটক্যাট থাকা আবশ্যক। তবে এটা ঠিক যে বাজারের সকল অ্যান্ড্রয়েড ৪.৪ ওএস ভিত্তিক ডিভাইসে ART সমর্থন করে না। নিশ্চিতভাবে এটা এইচটিসি ওয়ান এম৮, স্যামসাং গ্যালাক্সি এস৫, মোটো এক্স, মোটো জি, নেক্সাস ৫ এবং ২০১৩ সালের নেক্সাস ৭ এ সমর্থন করবে। অন্যান্য কিছু স্মার্টফোন যেমন, এলজি জি২ এর কোরিয়ান মডেলেও ART সক্রিয় করা যাবে।
কীভাবে করবেন:
আপনার অ্যান্ড্রয়েড ফোনে কিটক্যাট ভিত্তিক স্মার্টফোনের সেটিং মেনুতে যান। সেখান থেকে About Phone নির্বাচন করে Build Number এর উপর ৭ বার একটানা ট্যাপ করুন। সফলভাবে ট্যাপ করতে পারেন তাহলে দেখবেন আপনার ডিভাইসের ডেভেলপার অপশন সক্রিয় হয়েছে যা আপনাকে আরও অ্যাডভান্সড সেটিং এ অ্যাকসেস করার সুযোগ দিবে।
এবার সেটিং মেনু থেকে ডেভেলপার অপশন নির্বাচন করুন এবং নিচের দিকে যেয়ে runtime নির্বাচন করুন। সেখান থেকে ART নির্বাচন করলে আপনার ফোনটি রিস্টার্ট চাবে। যদি না চায় তাহলে ম্যানুয়ালি রিস্টার্ট দিয়ে নিন। রিবুট হওয়ার পর আপনার ডিভাইসটি নতুন রানটাইমের জন্য সকল অ্যাপ অপটিমাইজ করা শুরু করবে। এর জন্য একটু অপেক্ষা করুন। যখন প্রক্রিয়াটি শেষ হবে তখন স্মার্টফোনটি চালিয়ে এক নতুন অভিজ্ঞতা লাভ করবেন।
সতর্কতা: খুব অল্প কিছু সংখ্যক অ্যাপ্লিকেশন ART রানটাইম সমর্থন না করার সম্ভাবনা রয়েছে। যদি সেই অ্যাপ্লিকেশনগুলো চালানো একান্ত প্রয়োজন হয় তাহলে একই পদ্ধতিতে Dalvik মোডটি সক্রিয় করে নিন।

সবাই বশি বেশি তরে শেয়ার করুন

রবিবার, ২৭ আগস্ট, ২০১৭

লুকিয়ে রাখুন পুরনো ফেসবুক পোস্ট

ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে পরবর্তী অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নাম হবে ওরিও (Oreo)। সার্চ জায়ান্ট অ্যান্ড্রয়েড গত ২১ আগস্টের সূর্যগ্রহণের সময় নিউ ইয়র্কে এক সূর্যগ্রহণ দর্শন পার্টিতে এই ঘোষণা দিয়েছে। পুরোপুরি নতুন অ্যান্ড্রয়েড ৮.০ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই গুগল পিক্সেল, পিক্সেল এক্স এল, নেক্সাস ৬পি, নেক্সাস ৫এক্স এবং পিক্সেল সি ডিভাইসগুলোতে হিট করবে। এতে ১০টি নতুন ফিচার থাকবে। আসুন জেনে নেওয়া যাক…
১. পিকচার ইন পিকচার ইন মুড
এই ফিচারটি ব্যবহার করে ভিডিও কল করা বা ভিডিও দেখার পাশপাশি অন্য কোনো অ্যাপসেও কাজ করা যাবে।
২. নোটিফিকিশেন ডট
অ্যাপলের আইফোনের মতোই অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনেও এখন অ্যাপ আইকনের শীর্ষকোনে ডট এর রূপে নোটিফিকেশন অ্যালার্ট দেখা যাবে। ব্যবহারকারীরা এখন নোটিফিকেশনে তাৎক্ষণিকভাবেই প্রবেশ করতে পারবে অ্যাপটিতে দীর্ঘ চাপ দিয়ে। টপ থেকে নোটিফিকেশন ট্রে টেনে নামানোর দরকার হবে না। এরপর নোটিফিকেশনে ট্যাপ করেই তাতে ঢুকতে পারবে।
৩. স্মার্ট টেক্সট সিলেকশন
গুগলের অ্যাভান্সড মেশিন লার্নিং টেকনিক ব্যবহার করে অ্যান্ড্রয়েড ৮ টেক্সট সিলেক্ট করার সক্ষমতা আনবে। এবং সেটিকে কোনো অ্যাড্রেস, ই-মেইল আইডি বা কন্টাক্ট নাম্বার হিসেবে সনাক্ত করবে। এরপর সেই টেক্সট এর সংশ্লিষ্ট অপশন দেখাবে। ব্যবহারকারীরা অ্যাড্রেসের ভেতরে কোনো টেক্সটে দীর্ঘ ট্যাপ করতে পারবে এবং ওএস স্বয়ংক্রিয়ভাবে পুরো অ্যাড্রেস সিলেক্ট করবে।
৪. সিস্টেম অপটিমাইজেশন
অ্যান্ড্রয়েড ওরিও অ্যাপগুলোকে আরো দ্রুত গতিতে এবং মসৃণভাবে চলতে সক্ষম করবে। এই সার্চজায়ান্টটি এর রানটাইমে পরিবর্তন এনেছে। এছাড়া কনকারেন্ট কমপ্যাক্টিং গার্বেজ কালেকশন, কোড লোকালিটি সহ আরো অনেক অপ্টিমাইজেশন করেছে।
৫. উন্নত ব্যাটারি জীবন
অ্যান্ড্রয়েড ওরিও ব্যাকগ্রাউন্ড লোকেশন ও ওয়াই-ফাই স্ক্যানে নতুন লিমিট আনবে। ফলে আগের চেয়ে অনেক বেশি ডাটা সেভ হবে। যার ফলে ব্যাটারির জীবন বাড়বে এবং কোনো ডিভাইসে সর্বোচ্চ র্যাম খালি হবে।
৬. পিন অ্যাপ শর্টকাট
আপনি এতে অ্যাপের ভেতরে থেকেই লঞ্চারে অ্যাপ শর্টকাট এবং উইডগেটস পিন করতে পারবেন। এছাড়া ইউজারদেরকে শর্টকাট সৃষ্টিতে সহায়তা করার জন্য একটি স্পেশালাইজড অ্যাক্টিভিটি যোগ করতে একটি নতুন অপশনও আছে।
৭. অটোফিল ফ্রেমওয়ার্ক
এই ফিচারটি নতুন ডিভাইস সেটআপ সহজ করার জন্য এবং পাসওয়ার্ড সিনক্রোনাইজ করার লক্ষ্যে রাখা হয়েছে। তবে সব ডিভাইসে এই ফিচারটি প্রথমেই সাপোর্ট করবে না।
৮. অ্যান্ড্রয়েড টিভির জন্য নতুন হোমস্ক্রিন
নতুন এই হোমস্ক্রিনটি অ্যাপগুলোর সরবরাহ করা কন্টেন্ট খোঁজা, প্রিভিউ করা এবং দেখা সহজ করবে।
৯. নতুন করে ডিজাইনকৃত ইমোজি
গত মে মাসে গুগলের নির্বাহীরা নিশ্চিত করেছেন, কম্পানিটি অ্যান্ড্রয়েড ওরিওর সাথে নতুন করে ডিজাইনকৃত ইমোজির স্টক ছাড়বে। এগুলো আরো বেশি ইউজার-বান্ধব হবে।
১০. অ্যাডাপ্টিভ আইকন
ডেভেলপাররা এখন এমন আইকন সৃষ্টি করতে পারবে যা এই নতুন অপারেটিং সিস্টেম ভিন্ন ভিন্ন আকারে দেখাবে যেমন, স্কয়ার, সার্কেল এবং OEM এর কাস্টম UI এর ওপর ভিত্তি করে অন্যান্য। এই সিস্টেম আইকনের সঙ্গে ইন্টারঅ্যাকশনগুলো এনিমেশন করবে। এবং সেগুলো লঞ্চার, শর্টকার্ট ও সেটিংসে ব্যবহার করবে।

ঈদুল আযহা কোরবানির ১৫ টি অতি গুরুত্বপূর্ণ তাৎপর্য ও আহকাম (পর্ব-১) সবাই শেয়ার করবেন।




(১) এ দিনের একটি নাম হল ইয়াওমুল হজ্জিল আকবর বা শ্রেষ্ঠ হজের দিন। যে দিনে হাজীগণ তাদের পশু জবেহ করে হজকে পূর্ণ করেন। হাদিসে এসেছে : ইবনে উমর রা. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ স. কোরবানির দিন জিজ্ঞেস করলেন এটা কোন দিন? সাহাবাগণ উত্তর দিলেন এটা ইয়াওমুন্নাহার বা কোরবানির দিন। রাসূলে কারীম স. বললেন : এটা হল ইয়াওমুল হজ্জিল আকবর বা শ্রেষ্ঠ হজের দিন।  [১]
(২)  কোরবানির দিনটি হল বছরের শ্রেষ্ঠ দিন ।  আব্দুল্লাহ ইবনে কুর্ত রা. থেকে বর্ণিত যে, রাসূলে কারীম স. বলেছেন :  আল্লাহর নিকট দিবস সমূহের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হল কোরবানির দিন , তারপর পরবর্তী তিনদিন।  [২]
 কোরবানির দিনের করণীয়
  • ঈদের সালাত আদায় করা,
  • এর জন্য সুগন্ধি ব্যবহার,
  • পরিচ্ছন্নতা অর্জন,
  • সুন্দর পোশাক পরিধান করা।
  • তাকবীর পাঠ করা।
  • কোরবানির পশু জবেহ করা ও তার গোশত আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব ও দরিদ্রদের মাঝে বিতরণ করা।
  • এ সকল কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন ও সন্তুষ্টি অন্বেষণের চেষ্টা করা।
  • এ দিনটাকে শুধু খেলা-ধুলা, বিনোদন ও পাপাচারের দিনে পরিণত করা কোন ভাবেই ঠিক নয়।
(৩)   কোরবানির দিনটি হল ঈদুল ফিতরের দিনের চেয়েও মর্যাদাসম্পন্ন । কেননা এ দিনটি বছরের শ্রেষ্ঠ দিন । এ দিনে সালাত ও কোরবানি একত্র হয়। যা ঈদুল ফিতরের সালাত ও সদকাতুল ফিতরের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা তার রাসূলকে কাওসার দান করেছেন। এর শুকরিয়া আদায়ে তিনি তাকে এ দিনে কোরবানি ও সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন।  [৩]

  . কোরবানি

 পশু উৎসর্গ করা হবে এক আল্লাহর এবাদতের উদ্দেশ্যে যার কোন শরিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধু তার এবাদত করার জন্য। যেমন তিনি বলেন : ‘আমি জিন ও মানুষকে এ জন্য সৃষ্টি করেছি যে তারা শুধু আমার এবাদত করবে।’ [৪] আল্লাহ তাআলা তার এবাদতের জন্য মানব জাতিকে সৃষ্টি করলেন।
এবাদত বলে,—যে সকল কথা ও কাজ আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন ও পছন্দ করেন; হোক সে কাজ প্রকাশ্যে বা গোপনে। [৫] আর এ এবাদতের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল তার উদ্দেশ্যে পশু জবেহ করা। এ কাজটি তিনি শুধু তার উদ্দেশ্যে করার জন্য নির্দেশ দিয়েছেন। বলেছেন :—
 ‘বল, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন ও আমার মরণ জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই উদ্দেশ্যে। তার কোন শরিক নাই এবং আমি এর জন্য আদিষ্ট হয়েছি এবং আমিই প্রথম মুসলিম।’  [৬]
 ইবনে কাসীর রহ. বলেন : এ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে সকল মুশরিক আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবেহ করে তাদের যেন জানিয়ে দেয়া হয় আমরা তাদের বিরোধী। সালাত, কোরবানি শুধু তার নামেই হবে যার কোন শরিক নাই। এ কথাই আল্লাহ তাআলা সূরা কাওসারে বলেছেন : ‘তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় কর ও পশু কোরবানি কর।’  [৭]
 অর্থাৎ তোমার সালাত ও কোরবানি তারই জন্য আদায় কর। কেননা মুশরিকরা প্রতিমার উদ্দেশে প্রার্থনা করে ও পশু জবেহ করে। আর সকল কাজে এখলাস অবলম্বন করতে হবে। এখলাসের আদর্শে অবিচল থাকতে হবে।

  ২.  যে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে পশু উৎসর্গ বা জবেহ করবে তার ব্যাপারে কঠোর শাস্তির কথা

আবু তোফায়েল থেকে বর্ণিত তিনি বলেন : আমি আলী ইবনে আবি তালেবের কাছে উপস্থিত ছিলাম। এক ব্যক্তি তার কাছে এসে বলল :‘নবী কারীম স. গোপনে আপনাকে কি বলেছিলেন ?’ বর্ণনাকারী বলেন : আলী রা. এ কথা শুনে রেগে গেলেন এবং বললেন : ‘নবী কারীম স. মানুষের কাছে গোপন রেখে আমার কাছে একান্তে কিছু বলেননি। তবে তিনি আমাকে চারটি কথা বলেছেন। বর্ণনাকারী বলেন,এরপর লোকটি বলল : ‘হে আমিরুল মোমিনীন ! সে চারটি কথা কি ? তিনি বললেন :
  • ‘১. যে ব্যক্তি তার পিতামাতাকে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেন।
  • ২. যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে পশু জবেহ করে আল্লাহ তার উপর লা’নত করেন।
  • ৩. ঐ ব্যক্তির উপর আল্লাহ লা’নত করেন যে ব্যক্তি কোন বেদআতীকে প্রশ্রয় দেয়।
  • ৪. যে ব্যক্তি জমির সীমানা পরিবর্তন করে আল্লাহ তাকে লা’নত করেন।  [৮]

.  এ কাজগুলো এমন, যে ব্যক্তি তা করল সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে কুফরির সীমানায় প্রবেশ করল।

এ হাদিসের ব্যাখ্যায় ইমাম নবভী রহ. বলেন : আল্লাহ ব্যতীত অন্যের নামে পশু জবেহ করার অর্থ এমন, যেমন কোন ব্যক্তি প্রতিমার নামে জবেহ করল অথবা কোন নবীর নামে জবেহ করল বা কাবার নামে জবেহ করল। এ ধরনের যত জবেহ হবে সব না-জায়েজ ও তা খাওয়া হারাম। জবেহকারী মুসলিম হোক বা অমুসলিম।
যা আল্লাহ ব্যতীত অন্যের নামে জবেহ করা হয় তা হারাম ঘোষণা করা হয়েছে:
‘তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শুকর মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে জবেহকৃত পশু আর শ্বাস রোধে মৃত জন্তু,শৃংগাঘাতে মৃত জন্তু এবং হিংস্র পশুতে খাওয়া জন্তু ; তবে যা তোমরা জবেহ করতে পেরেছ তা ব্যতীত, আর যা মূর্তি পূজার বেদীর উপর বলি দেয়া হয় তা এবং জুয়ার তীর দ্বারা ভাগ্য নির্ণয় করা, এ সব হল পাপ-কার্য…।  [৯]  ইবনে কাসীর রহ. বলেছেন যা কিছু আল্লাহ ছাড়া অন্যের নামে জবেহ করা হয় তা যে হারাম এ ব্যাপারে মুসলিমদের ঐক্যমত প্রতিষ্ঠিত।

৪. যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে পশু জবেহ করে সে জাহান্নামে যাবে

সালমান রা. থেকে বর্ণিত তিনি বলেন : এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে একটি মাছির কারণে। অন্য এক ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে একটি মাছির কারণে। এ কথা শুনার পর লোকেরা জিজ্ঞেস করল এটা কীভাবে হবে ? তিন বললেন : দু ব্যক্তি এক সম্প্রদায়ের কাছ দিয়ে যাচ্ছিল। সে সম্প্রদায়ের নিয়ম হল যে ব্যক্তি তাদের কাছ দিয়ে যাবে তাকে তাদের প্রতিমার উদ্দেশ্যে কিছু উৎসর্গ করতে হবে। সে সম্প্রদায়ের লোকেরা এ দুজনের একজনকে বলল : আমাদের এ প্রতিমার জন্য কিছু উৎসর্গ কর ! লোকটি উত্তর দিল আমার কাছে তো এমন কিছু নেই যা আমি এ প্রতিমার জন্য উৎসর্গ করতে পারি। তারা বলল একটি মাছি হলেও উৎসর্গ কর। সে একটি মাছি উৎসর্গ করল। তারা তাকে ছেড়ে দিল। ফলে সে জাহান্নামে যাবে।তারপর তারা দ্বিতীয় ব্যক্তিকে অনুরূপ কথা বলল। সে উত্তরে বলল আমি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কিছু উৎসর্গ করি না। তারা তাকে হত্যা করল। ফলে সে জান্নাতে প্রবেশ করল।  [১০]
বর্ণিত এ হাদিস থেকে আমারা কয়েকটি শিক্ষা লাভ করতে পারি
  • শিরক কত বড় মারাত্মক অপরাধ তা অনুধাবন করা যায়। যদি তা খুব সামান্য বিষয়েও হয়। যেমন আল্লাহ তাআলা বলেছেন : ‘যে আল্লাহর সাথে শরিক করবে আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই নিষিদ্ধ করবেন এবং তার আবাস জাহান্নাম। জালেমদের জন্য কোন সাহায্যকারী নেই।’ [১১]
  •  যে লোকটি জাহান্নামে গেল সে কিন্তু উক্ত কাজ করতে ইচ্ছুক ছিল না। কিন্তু সে মুশরিকদের ক্ষতি থেকে বাঁচার জন্য কাজটি করেছিল।
  •   যে লোকটি জাহান্নামে গেল সে মুসলিম ছিল, কিন্তু সামান্য বিষয়ে শিরক করার কারণে জাহান্নামে গেল।
  •  তাওহীদ ও এখলাসের ফজিলত কত বেশি তা অনুধাবন করা যায়।
  •   যে লোকটি জান্নাতে প্রবেশ করল সে তাওহীদের জন্য নির্যাতন সহ্য করল, নিহত হল তবু শিরকের সাথে আপোশ করল না।

  . কোরবানির অর্থ ও তার প্রচলন

কোরবানি বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন ও তার এবাদতের জন্য পশু জবেহ করা। আর আল্লাহর উদ্দেশ্যে পশু জবেহ করা তিন প্রকার হতে পারে :
১. হাদী ২. কোরবানি ৩. আকীকাহ
তাই কোরবানি বলা হয় ঈদুল আজহার দিনগুলোতে নির্দিষ্ট প্রকারের গৃহপালিত পশু আল্লাহর নৈকট্য অর্জনের জন্য জবেহ করা।
ইসলামি শরিয়তে এটি এবাদত হিসেবে সিদ্ধ, যা কোরআন, হাদিস ও মুসলিম উম্মাহর ঐক্যমত দ্বারা প্রমাণিত। কোরআন মজীদে যেমন এসেছে : ‘তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় কর ও পশু কোরবানি কর।’  [১২]
‘বল, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন ও আমার মরণ জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই উদ্দেশ্যে। তার কোন শরিক নাই এবং আমি এর জন্য আদিষ্ট হয়েছি এবং আমিই প্রথম মুসলিম।’  [১৩]
হাদিসে এসেছে : বারা ইবনে আযিব রা. থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ স. বলেছেন : যে ঈদের সালাতের পর কোরবানির পশু জবেহ করল তার কোরবানি পরিপূর্ণ হল ও সে মুসলিমদের আদর্শ সঠিকভাবে পালন করল।  [১৪]
আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত তিনি বলেন : আল্লাহর রাসূল স. নিজ হাতে দুটি সাদা কালো বর্ণের দুম্বা কোরবানি করেছেন। তিনি বিসমিল্লাহ ও আল্লাহু আকবর বলেছেন। তিনি পা দিয়ে দুটো কাঁধের পাশ চেপে রাখেন। [১৫]  তবে বোখারিতে ‘সাদা-কালো’ শব্দের পূর্বে‘শিংওয়ালা’ কথাটি উল্লেখ আছে

৬. কোরবানির বিধান

কোরবানির হুকুম কি ? ওয়াজিব না সুন্নত ?  এ বিষয়ে ইমাম ও ফকীহদের মাঝে দুটো মত রয়েছে।
প্রথম মত : কোরবানি ওয়াজিব। ইমাম আওযায়ী, ইমাম লাইস, ইমাম আবু হানীফা রহ. প্রমুখের মত এটাই। আর ইমাম মালেক ও ইমাম আহমদ রহ. থেকে একটি মত বর্ণিত আছে যে তারাও ওয়াজিব বলেছেন।
দ্বিতীয় মত : কোরবানি সুন্নাতে মুয়াক্কাদাহ। এটা অধিকাংশ উলামাদের মত। এবং ইমাম মালেক ও শাফেয়ী রহ.-এর প্রসিদ্ধ মত। কিন্তু এ মতের প্রবক্তারা আবার বলেছেন : সামর্থ্য থাকা অবস্থায় কোরবানি পরিত্যাগ করা মাকরূহ। যদি কোন জনপদের লোকেরা সামর্থ্য থাকা সত্ত্বেও সম্মিলিতভাবে কোরবানি পরিত্যাগ করে তবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে। কেননা, কোরবানি হল ইসলামের একটি শিয়ার বা মহান নিদর্শন।  [১৬]
যারা কোরবানি ওয়াজিব বলেন তাদের দলিল :
  • (এক) আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন : ‘তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় কর ও পশু কোরবানি কর।’  [১৭]  আর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন ওয়াজিব হয়ে থাকে।
  • (দুই) রাসূলে কারীম স. বলেছেন : ‘যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহের ধারে না আসে।’ [১৮]
যারা কোরবানি পরিত্যাগ করে তাদের প্রতি এ হাদিস একটি সতর্ক-বাণী। তাই কোরবানি ওয়াজিব।
  • (তিন) রাসূলে কারীম স. বলেছেন : হে মানব সকল ! প্রত্যেক পরিবারের দায়িত্ব হল প্রতি বছর কোরবানি দেয়া।  [১৯]
  যারা কোরবানি সুন্নত বলেন তাদের দলিল :
(এক) রাসূলুল্লাহ স. বলেছেন : ‘তোমাদের মাঝে যে কোরবানি করতে চায়, যিলহজ মাসের চাঁদ দেখার পর সে যেন কোরবানি সম্পন্ন করার আগে তার কোন চুল ও নখ না কাটে।’  [২০]
এ হাদিসে রাসূল স.-এর ‘যে কোরবানি করতে চায়’ কথা দ্বারা বুঝে আসে এটা ওয়াজিব নয়।
(দুই) রাসূল স. তার উম্মতের মাঝে যারা কোরবানি করেনি তাদের পক্ষ থেকে কোরবানি করেছেন। তার এ কাজ দ্বারা বুঝে নেয়া যায় যে কোরবানি ওয়াজিব নয়।
শাইখ ইবনে উসাইমীন রহ. উভয় পক্ষের দলিল-প্রমাণ উল্লেখ করার পর বলেন: এ সকল দলিল-প্রমাণ পরস্পর বিরোধী নয় বরং একটা অন্যটার সম্পূরক। সারকথা হল যারা কোরবানিকে ওয়াজিব বলেছেন তাদের প্রমাণাদি অধিকতর শক্তিশালী। আর ইমাম ইবনে তাইমিয়ার মত এটাই।

  ৭. কোরবানির ফজিলত

(ক) কোরবানি দাতা নবী ইবরাহিম আ. ও মুহাম্মদ সা.-এর আদর্শ বাস্তবায়ন করে থাকেন।
(খ) পশুর রক্ত প্রবাহিত করার মাধ্যমে কোরবানি দাতা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করেন। যেমন আল্লাহ তাআলা বলেন :—
‘আল্লাহর নিকট পৌঁছায় না তাদের গোশত এবং রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। এভাবে তিনি এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা কর এজন্য যে, তিনি তোমাদের পথ-প্রদর্শন করেছেন ; সুতরাং আপনি সুসংবাদ দিন সৎকর্মপরায়ণদেরকে।’  [২১]
(গ) পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও অভাবীদের আনন্দ দান। আর এটা অন্য এক ধরনের আনন্দ যা কোরবানির গোশতের পরিমাণ টাকা যদি আপনি তাদের সদকা দিতেন তাতে অর্জিত হত না। কোরবানি না করে তার পরিমাণ টাকা সদকা করে দিলে কোরবানি আদায় হবে না।

  ৮. কোরবানির শর্তাবলি

(১)  এমন পশু দ্বারা কোরবানি দিতে হবে যা শরিয়ত নির্ধারণ করে দিয়েছে ।  সেগুলো হল উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া,দুম্বা। এ গুলোকে কোরআনের ভাষায় বলা হয় ‘বাহীমাতুল আনআম।’ যেমন এরশাদ হয়েছে :—
‘আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি ; তিনি তাদেরকে জীবনোপকরণ স্বরূপ যে সকল চতুষ্পদ জন্তু দিয়েছেন,সেগুলোর উপর যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করে।’ [২২]  হাদিসে এসেছে :—
‘তোমরা অবশ্যই নির্দিষ্ট বয়সের পশু কোরবানি করবে। তবে তা তোমাদের জন্য দুষ্কর হলে ছয় মাসের মেষ-শাবক কোরবানি করতে পার।’ [২৩]  আর আল্লাহর রাসূল সা. উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ছাড়া অন্য কোন জন্তু কোরবানি করেননি ও কোরবানি করতে বলেননি। তাই কোরবানি শুধু এগুলো দিয়েই করতে হবে।
ইমাম মালিক রহ.-এর মতে কোরবানির জন্য সর্বোত্তম জন্তু হল শিংওয়ালা সাদা-কালো দুম্বা। কারণ রাসূলে কারীম সা. এ ধরনের দুম্বা কোরবানি করেছেন বলে বোখারি ও মুসলিমের হাদিসে এসেছে। উট ও গরু-মহিষে সাত ভাগে কোরবানি দেয়া যায়। যেমন হাদিসে এসেছে,‘আমরা হুদাইবিয়াতে রাসূলুল্লাহ স.-এর সাথে ছিলাম। তখন আমরা উট ও গরু দ্বারা সাত জনের পক্ষ থেকে কোরবানি দিয়েছি।’ [২৪]  গুণগত দিক দিয়ে উত্তম হল কোরবানির পশু হৃষ্টপুষ্ট, অধিক গোশত সম্পন্ন, নিখুঁত, দেখতে সুন্দর হওয়া।
(২)   শরিয়তের দৃষ্টিতে কোরবানির পশুর বয়সের দিকটা খেয়াল রাখা জরুরি ।  উট পাঁচ বছরের হতে হবে। গরু বা মহিষ দু বছরের হতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা হতে হবে এক বছর বয়সের।
(৩) কোরবানির পশু যাবতীয় দোষ-ত্র“টি মুক্ত হতে হবে। যেমন হাদিসে এসেছে :—
সাহাবি আল-বারা ইবনে আযেব রা. থেকে বর্ণিত তিনি বলেন : রাসূলুল্লাহ স.  আমাদের মাঝে দাঁড়ালেন তারপর বললেন : চার ধরনের পশু , যা দিয়ে কোরবানি জায়েজ হবে না। অন্য বর্ণনায় বলা হয়েছে পরিপূর্ণ হবে না—অন্ধ ; যার অন্ধত্ব স্পষ্ট,রোগাক্রান্ত ; যার রোগ স্পষ্ট, পঙ্গু ; যার পঙ্গুত্ব স্পষ্ট এবং আহত ; যার কোন অংগ ভেংগে গেছে। নাসায়ির বর্ণনায়‘আহত’ শব্দের স্থলে ‘পাগল’ উল্লেখ আছে।  [২৫]  আবার পশুর এমন কতগুলো ত্রুটি আছে যা থাকলে কোরবানি আদায় হয় কিন্তু মাকরূহ হবে। এ সকল দোষত্র“টিযুক্ত পশু কোরবানি না করা ভাল। সে ত্র“টিগুলো হল শিং ভাংগা, কান কাটা, লেজ কাটা, ওলান কাটা,লিংগ কাটা ইত্যাদি।
(৪) যে পশুটি কোরবানি করা হবে তার উপর কোরবানি দাতার পূর্ণ মালিকানা সত্ত্ব থাকতে হবে। বন্ধকি পশু, কর্জ করা পশু বা পথে পাওয়া পশু দ্বারা কোরবানি আদায় হবে না।
সংকলনঃ আব্দুল্লাহ শহীদ আব্দুররহমান
সম্পাদনাঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
 
[১]আবু দাউদ-১৯৪৫, হাদিসটি সহিহ
[২]আবু দাউদ-১৮৬৫, হাদিসটি সহিহ
[৩]লাতায়েফুল মাআরিফ : ইবনে রজব র., পৃ- ৪৮২-৪৮৩
[৪]সূরা জারিয়াত : ৫৬
[৫]ফতহুল মজিদ : ১৭
[৬]সূরা আনআম : ১৬২-১৬৩
[৭]সূরা কাওসার : ২
[৮]মুসলিম, শরহে নবভী
[৯]সূরা মায়িদাহ : ৩
[১০]আবু নঈম, আহমদ
[১১]সূরা মায়েদা : ৭২
[১২]সূরা কাওসার : ২
[১৩]সূরা আনআম ঃ ১৬২-১৬৩
[১৪]বোখারি- ৫৫৪৫, মুসলিম-১৯৬১
[১৫]বোখারি-৫৫৬৫, মুসলিম-১৯৬৬
[১৬]আহকামুল উযহিয়্যা : মুহাম্মদ বিন উসাইমীন, পৃ- ২৬
[১৭]সূরা কাওসার : ২
[১৮]মুসনাদ আহমাদ, ইবনে মাজা- ৩১২৩ হাদিসটি হাসান
[১৯]মুসনাদ আহমাদ, ইবনে মাজা- ৩১২৫ হাদিসটি হাসান
[২০]মুসলিম- ১৯৭৭
[২১]সূরা হজ্ব : ৩৭
[২২]সূরা হজ্ব : ৩৪
[২৩]মুসলিম- ১৯৬৩
[২৪]ইবনে মাজা- ৩১৩২, হাদিসটি সহিহ
[২৫]তিরমিজি-১৫৪৬, নাসায়ি- ৪৩৭১, হাদিসটি সহিহ
[২৬]বোখারি- ৯৬৫
[২৭]বোখারি- ৯৮৫
[২৮]বোখারি- ৫৫৬২
[২৯]সূরা হজ্ব : ২৮
[৩০]ফাতহুল বারী, ২য় খন্ড, পৃ-৫৬১
[৩১]আহমদ- ৪/৮২, হাদিসটি সহিহ
[৩২]যাদুল মাআদ, ২য় খন্ড, পৃ-৩১৯
[৩৩]বোখারি-১৩৩৮, মুসলিম-১০০৪
[৩৪]ইবনে মাজা, হাদিসটি সহিহ
[৩৫]মুসলিম-১৯৭৭
[৩৬]আহকামুল উযহিয়্যাহ : ইবনে উসাইমীন। পৃ-৭৭
[৩৭]ফাতহুল বারী ১০/২১
[৩৮]মুসলিম- ১২১৮
[৩৯]মুসলিম-১৯৫৫
[৪০]সূরা হজ : ৩৬
[৪১]তাফসীর ইবনে কাসির
[৪২]সূরা আনআম : ১১৮
[৪৩]আবু দাউদ
[৪৪]সুনানে দারামী- ১৯৮৮, হাদিসটি সহিহ
[৪৫]মুসলিম- ১৯৬৭
[৪৬]সূরা হজ্ব-২৮
[৪৭]বোখারি-৫৫৬৯
[৪৮]বোখারি -১৭১৬ মুসলিম-১৩১৭
[৪৯]সূরা বাকারা : ২০৩
[৫০]ফতহুল বারী, ঈদ অধ্যায়
[৫১]তাফসীর কুরতুবী
[৫২]আবু দাউদ- ১৯৪৯, হাদিসটি সহিহ
[৫৩]মুসলিম- ১১৪১
[৫৪]লাতায়েফুল মাআরেফ : ইবনে রজব র. পৃ-৫০৪
[৫৫]আবু দাউদ-২৪১৩, হাদিসটি সহিহ
[৫৬]মুসলিম-১১৪১
‘আপনিও হোন ইসলামের প্রচারক’  
 তাই শেয়ার করুন বেশি বেশি করে

বাংলালিংকে ১৯টাকাই ১জিবি ইন্টারনেট।যে কোন সিমে

Hi বন্ধুরা সবাই কেমন আছো।আশা করি ভালো আছো।।আমিও ভালো।
 অনেক দিন পর একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি।
আজ বাংলালিংকে র দারুন একটা ইন্টারনেট অফার শেয়ার করবো।।চলুন শুরু করি।

১৯টাকাই যে কোন বাংলালিংকে ১জিবি ইন্টারনেট।।মেয়াদ Actived দিন সহ ৩দিন।।যত খুশি ততবার নিতে পারবেন।।এই অফার টা প্রথমে বন্ধ সিমে ছিল।এখন সব সিমে দেই।।
প্রথমে আপনার বাংলালিংক সিমটিতে ১৯টাকা রিচার্জ করুন।।সিমে ১৯টাকা রেখে ডায়াল করুন*132*77#। আর পেয়ে জান ১জিবি।।
ইন্টারনেট ব্যালেন্স চেক করুন:*124*50#
বব্যহার করা যাবে দিন রাত ২৪ ঘন্টা
কোন প্রকার ভ্যাট চার্জ হবে না।।

Facebook এ উল্টো করে Status দিন যে কোন মোবাইল দিয়ে।

আপনারা অনেকেই ফেসবুক অথবা বিভিন্ন জায়গায়উল্টো করে অনেক লেখাই দেখতে পারেন।আজ আমি আপনাদেরকে দেখাবো, “কিভাবেকোনো লেখাকে উল্টো করতে হয়?”। তাওআবার মোবাইল থেকেই!!!প্রথমেই এই সাইটে যান…….. fliptext.org সেখানে দেখবেন ২ টি বক্স আছে।প্রথম বক্সে আপনি যে লেখাটি উল্টা করেলিখতে চান, সেটি লিখুন। ১ম বক্সের নিচেইদেখবেন লেখা আছে “Fliptext”. সেখানেক্লীক করুন। তারপর দেখবেন ২য় বাক্সটিতেআপনার লেখাটি উল্টো হয়ে আছে।

 লেখাটি কপিকরে নিয়ে আপনার কাঙ্খিত স্থানে বসিয়ে দিন।

জিপি সিমের ফেসবুকের এম্বি দিয়ে ফ্রি নেট ইওজ করুন।+সব ফেসবুক প্যাক কোড।

আসসালামু-আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন।
আপ্নারা ইতিমধ্যে অবগত আছেন যে আজ দুপুর থেকে জিপি ইজিনেট ফ্রি ইন্টার্নেট বন্ধ আছে।
অসুবিধা নেই কারন।আপ্নারা এখন অল্প কিছু টাকা দিয়েই জিপি ফ্রি নেট ইওজ করতে পাড়বেন।তো শুরু করা যাকঃ~
১-প্রথমে এখান থেকে GpFbFreeRoky এপ্সটি ডাওনলোড করে নিন।
২-এবার যেকোনো একটি ফেসবুক প্যাক এক্টিভ করুন।খুব কম দামে পাবেন।
৩-এবার আপনি ডাওনলোড কৃত GpFbFreeRoky এপ্সটি ওপেন করুনঃ
৪-এবার নিছের মত সেটিং করুনঃ

৫-এবার সব কিছু ওকে করুন।এবং দেখুন আপনার ফেসবুক সোশ্যাল প্যাক দিয়ে ফ্রি নেট চলতেছে।


 অবস্যই ফেসবুক প্যাক রাখবেন/ফেসবুকের এম্বি না থাকলে চলবে না।


Gp Sim এর সব ফেসবুক Socail Pack Code.

Facebook 1 Day Social Pack
– 20MB@1tk (1 day validity).
– Volume : Facebook, Messenger, ComoYo
– Activation Process : Dial *5000*19#
– Usage Check : To check Internet Balance dial
*567#
– Valid For : Prepaid
Facebook 7 Day Social Pack
– 75MB@5tk (7 days validity).

– Volume : Facebook, Messenger, ComoYo
– Activation Process : Dial *5000*20#
– Usage Check : To check Internet Balance dial
*567#
– Valid For : Prepaid
Facebook 14 Days Social Pack
– 150MB@9tk (14 day validity).
– Volume : Facebook, Messenger, ComoYo
– Activation Process : Dial *5000*21#
– Usage Check : To check Internet Balance dial
*567#
– Valid For : Prepaid
Facebook 28 Days Social Pack
– 300MB@15tk (28 day validity).
– Volume : Facebook, Messenger, ComoYo
– Activation Process : Dial *5000*22#
– Usage Check : To check Internet Balance dial
*567#
– Valid For : Prepaid